ঢাকাস্থ মেহেরপুর জেলা সমিতির বাৎসরিক পারিবারিক মিলনমেলা-২০২৬

আসসালামু আলাইকুম।


বিষয়: ঢাকাস্থ মেহেরপুর জেলা সমিতির বাৎসরিক পারিবারিক মিলনমেলা-২০২৬


মেহেরপুর জেলা সমিতি,ঢাকা এর আয়োজনে বাৎসরিক পারিবারিক মিলনমেলা আগামী ২৩ জানুয়ারি রোজ শুক্রবার CCULB Resort & Convention Hall (Near Purbachal)-এ অনুষ্ঠিত হবে। জেলার সকল শ্রেণি পেশার মানুষ এই আনন্দঘন অনুষ্ঠানে অংশ নিতে পারবেন।

প্রক্রিয়া: অনলাইন আবেদন ফর্ম পূরণ করে সাধারণ/আজীবন সদস্য হওয়ার পর, আগামী ৩১/১২/ ’২৫ তারিখের মধ্যে অনলাইন রেজিষ্ট্রেশন সম্পন্ন করে জন প্রতি ২,০০০(দুই হাজার) প্রদান পূর্বক আপনার অংশগ্রহণ নিশ্চিত করুন। 
***সদস্যপদ আবেদন ও রেজিষ্ট্রেশন করতে এখানে প্রবেশ করুন: https://meherpurjilashomity.com
খাবারের মেন্যু
সকালের নাস্তা: লুচি/পরোটা(পছন্দ মতো), বুটের ডাল(ছাগলের মাথা এবং কলিজা দিয়ে রান্না) ,হালুয়া (বাদাম ও কিচমিচ দিয়ে রান্না) সাথে একটা সিদ্ধ ডিম। পানি। 
দুপুরের খাবার: প্লেন পোলাও,মুরগির রোষ্ট,কাসির রেজালা,মিক্সড সবজি,সালাত,সফট ড্্িরকংস,ফিন্নি। পানি। 
বিকালের নাস্তা: চটপটি,রেসমি জিলাপী(পাঁচ পিস),পানি।
চা/কফি ইচ্ছানুযায়ী।


অনুষ্ঠানটির সফল আয়োজনের জন্য সকলকে সবিনয়ে অংশগ্রহণের আহবান জানাচ্ছি।




ধন্যবাদান্তে 

দাতৌ’ প্রকৌশলী মো.একরামুল হক
(সভাপতি)
মেহেরপুর জেলা সমিতি.ঢাকা।

প্রকাশের তারিখ: 08/11/2025

File: 1765079184_6934f89003c79_Picnic-26.pdf